গর্জে উঠলো সমুদ্র ঐ
         গম্ভির হইলো আকাশ!
ভীষণ জোরে বহিতে লাগলো
          ঘুর্নির মত বাতাস!
ঘুর্নির বেগে ভেঙ্গে পড়লো
          যত আছে গাছপালা!
সমুদ্র এমন গর্জে উঠলো
         এ যেন তার ক্ষুধারই জ্বালা!
হঠাৎ করিয়া উথলিয়া উঠেছে
         সমুদ্রের ঐ ঢেউ
দেখিলাম মানুষের চিৎকারে ছোটাছুটি
         স্হির রহিলো না আর কেউ।
ভয়ে আমার কাঁপিয়া হৃদয়
        বেড়ে গিয়েছে জ্বর।
কুঁড়েঘর খানা ভেঙ্গে পড়বে
        করতেছে মড়মড়।
বাঁচিবার তরে আশ্রয় নেই
        পাঠশালার ঐ দালান ঘরে
বাতাসের গতিবেগ ও পানির স্রোতে
        সেই দালান ঘরখানিও যেন ভেঙ্গে পড়ে।
ঘন্টা খানেক বহিয়া এই ঝড়
         হইলো এবার শান্ত।
বাহিরে তাকিয়ে দেখি
চারিদিকে শুধু পানি
         ঘরবাড়ির নেই কোনো চিহ্ন।
কিছুদূরে কেবল ভাসিতেছে
         গরু-বাছুর আর মানুষের লাশ
সমুদ্র যেন নিস্তব্ধ হলো
         করিয়া এমন গ্রাস।
বুকে লালিত
স্মৃতি বিচলিত
         নিষ্ঠুর এই জলোচ্ছ্বাস।
সমুদ্র নিলো ভিটামাটি, গরু-বাছুর
         পানিতে ভাসাইয়া নিলো ঘর
সবকিছু হারিয়ে আমি ও আমার মত
          অনেকেই আজ হইলো যাযাবর।