ইচ্ছে হয়...
মনের আকাশে ঘুড়ি উড়াই!
নাটাই? আছে
সুতা? তাও আছে
ঘুড়ি? ঘুড়িটাই নাই সাথে।
নানান রঙের ঘুড়ি.. নানান স্বপ্ন আছে।
অবশেষে, একটা উপায় হলো!
এখন মনের আকাশে উড়ছে স্বপ্নের ঘুড়ি,
উড়ছে স্বপ্ন! বাহ্!


স্বপ্ন!
কখনও ডানে পাক খায়
আবার বামে পাক খায়!
কখনও বেশী উপরে উঠে যায়
আবার কখনও, বেশী নিচে নেমে যায়!
কখনও দুরে চলে যায়!
খাকতে যেন চায় না দৃষ্টির সীমানায়।


পারে না, সুতায় বাঁধা!
নাটাইয়ের টানে টেনে আনি কাছে
ততটুকু কাছে,
যতটুকু কাছে রাখলে তারে দেখা যায়।


আমার মনের আকাশে,
স্বপ্নের কাছে,
হঠাৎ আরেকটা স্বপ্ন আসে!
আশেপাশে লুটিপুটি খায়
হরেক রঙ্গ দেখায়।
চলে স্বপ্নের সাথে স্বপ্ন কাটাকাটি খেলা।
দুটি স্বপ্নই রঙিন
দুটি স্বপ্নই প্যাচ খায়
একটি স্বপ্ন কেটে গেল, রইলো শুধু একটাই।
আমারটাই!
কারণ, এখানেও তালগাছটা আমারই চাই।