অনেক যানজট!
যানবাহনের কালো ধোঁয়া আর শব্দ ভট্ ভট্!
এই পথ যেন না ফুরায়!
ফুরায় দিন, ফুরায় দিনের আলো!
অসহ্য, এ যন্ত্রনা আর লাগে নাকো ভালো।
গাড়ি যেন চলছে হেঁটে হেঁটে!
রাস্তায় মানুষগুলোও পথের ধুলোবালি মেখে মেখে!
ধীরে ধীরে হেঁটে চলছে, যেন চলার!
ব্যস্ত সবাই শুধুই বাড়ি ফেরার।
সবাই যেন অসহায় ক্লান্ত
যানজটে সব কেবল জটিল বিভ্রান্ত।
চলতি পথে কত মুখ দেখি
মিল খুঁজি কোনো চেনা মুখের সাথে।
দেখি চোখ, দেখি মুখ,
দেখি তার চোয়াল, চোয়ালের নিচের চিবুক!
মিলে না!
মিল খুঁজে পাই না!
কোথায় যেন সব অজান্তে হারিয়ে গেলো
এতোদিনের এই শহরের চেনা সব মুখগুলো।
পুরাতন হারায় যেন নতুনের স্রোতে
খুঁজি ফিরি কিছু চেনা মুখ এই মনেতে রেখে।


জানিনা, আমিও কি চেনা কারও কাছে?
আমাকেও কি কারও চেনা কিংবা অচেনা লাগে?
কেহ কি খোঁজে মিল আমার সাথে?
প্রতিদিনের ঘরে ফেরার পথে
অন্য কোনো পথিকের সাথে!