শেষ কেন নিঃশেষ নয়?
ভুল কেন নির্ভুল হয়ে রয়?
ভুলের মাশুল কেন শেষ হবার নয়?
সব ভালো হয়ে যায় শেষ,
একটি ভুলের তরে সব বিদ্বেষ।


বিশেষণে বিচিত্র মন
জানিনা কখন ?
করে কি আচরণ?
তবুও মনের গভীরে, মস্তিষ্কের নিউরনে কিসের বিচরণ!
"মনের বিদ্বেষ ! না হয় শেষ।"