ইদানিং ! কথা শেষ না করেই ফোনের লাইন কেটে দাও!
হয়তো এখন অন্যকিছুতে খুব বেশী প্রাধান্য দাও!
এখন তোমার প্রিয় অনেক কিছুই
যেমন: ফেসবুক, ইউটিউব,
অনলাইনে প্রতিদিনের বাজার
অথবা আজকের সমাচার।
ব্যস্ততায় একাকার!


কোনো একসময় আমাকে ছাড়া কিছুই বুঝতে না
হাজারো জমানো কথাগুলো শেষ না করে একদম থামতে না।
আমিও বসে থেকে শুধু দেখতাম তোমাকে
ভালো শ্রোতার ভাব ধরে দেখতাম তোমার বাচনভঙ্গি।
ভালো লাগার,..ভালোবাসার.. সেই দিনগুলি..
ছিলো আমার আপনসঙ্গি।
দেখতাম তোমার চোখের ঢং
দেখতাম ঠোঁটৈর রং
কল্পনায় সেই রং নিয়ে
করতাম কত আলিঙ্গন!
হঠাৎ যখন কোনো প্রশ্ন করতে
আমি ভেবলা ছেবলা আকস্মিক
যেন আকাশ থেকে পড়ে!
কিছুই বুঝে না বুঝে শুধু বলতাম
"একদম ঠিক বলেছো"
খানিকটা বাদে আবার বলেই চলেছো
তোমার না বলা সব কথাগুলো।


কতদিন! কত সময় একটু কথার তরে
কত অপেক্ষায় পাবলিক টেলিফোনে!
কত অপেক্ষায় কত দিবস ও রজনী!
কত আবেগের, কত আনন্দের, কত কষ্টের সেই দিনগুলি!


সেই দেখা করা
হাত ধরে হেটে চলা
চলতে পথে না বলা সব কথা বলা।
আমার কি যে ভালো লাগতো!
সারাটা দিন সেই অনুভূতিতে শুধু দিন কাটতো!


যখন তোমার বাড়ি ফেরার সময় হতো
হৃদয় হাহাকারে বিদায় জানাতে হতো
আমার কেবল মনে হতো!
নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যেতো!
বর্ষাকে সাথী করে
অন্য সব ঋতু বিসর্জনে
জানাতাম বিদায়! সব কথার বিদায়!
আচ্ছা! থাক না হয় অসব কথা ।
কথায় কথায় থাকুক ভরে তোমার আমার স্মৃতির পাতা।


আজকাল প্রিয়জনের সাথে
কথা বলার সময় পায় না মানুষ।
মানুষ নামে কি সব মানুষ!
মন বাসনায়... কেবলই ফানুস উড়ায়!
আকাশ করে দীপ্তময়!
কি বিস্ময়!
কথা না বলেই ঘুরে বেড়ায় বিশ্বময়!