এখনও মাঝ নদীতে না'
কূলেরও দেখা মিললো না
আরও পথ দিতে হবে পাড়ি
মাঝি! দাঁড় টানো, টানো তাড়াতাড়ি!
জলের সাথে তরঙ্গের খেলায় ঢেউ
দেখে মাঝি, দেখলো না আর কেউ।
ঢেউয়ের তালে তালে, স্রোতের টানে টানে!


হঠাৎ ঝড়ো হাওয়া আসে, পানির ঝাপটা লাগে গায়ে,
সবাই ভয়ে, আবেগে ও উৎকণ্ঠায়!
"মাঝি আরও শক্ত, শক্ত হাতে ধরো এ হাল
এই বুঝি না'য়ের ছিড়লো পাল!"


মাঝি যেন "মৃত্যুঞ্জয়",  নেই তার ভয়!
প্রতিনিয়ত এমন পরিস্থিতি তাকে সামাল দিতে হয়।
ঝড়, তুফান আর স্রোত
মাঝির এতে নেইকো কোনো বোধ!
না' যেন শুধু মাঝির কথাই বলে
যেমন করে চালায় তারে, তেমন করেই চলে!


অবশেষে দাঁড় টানা শেষ হয়, মাঝি ছেড়া পাল খুলে
কিছুক্ষণ আমরা চুপচাপ সবকিছু ভুলে।
নদী হয় শান্ত, আসে শান্তির নিঃশ্বাস
মাঝির প্রতি সবার প্রগাঢ় বিশ্বাস।
ধীরে ধীরে না' ভিড়ে নদী তীরে।
যাত্রার হয় শেষ। আবার শুরু সেই লোকালয় ভিড়ে।


মাঝি তোমার অপরূপ এপার, ওপাড়
প্রতিদিনের নদী পারাপারের খেলা,
ইচ্ছে হয় আবার আসবো
যদি হাতে থাকে বেলা।