তিন তিনটা রবিবার এসে চলে গেলো
তবু আমার যাওয়া হলো না!
তিন তিনটা রবিবার বলে বলে গেলো
তবুও একটিবারে তারে মনে পড়লো না!
এ কেমন ভুল? কথা দিয়ে, ভুলেই গেলাম?
বেমালুম! কি কথা দিলাম?


সেও তো রাখে নাই মনে, একটিবারের তরে!
একটিবারের জন্যও করেনি খোঁজ
বলে বলেও বেড়ায়নি, আমি যে নিখোঁজ!
আচ্ছা ! এমন কি হতে পারে?
দু'জনেই ভুলেছি দু'জনারে!
যদি তাই হয়, তবে সেটাই ভালো।


না! আমি তো আজ পারবো না!
আমার হৃদয় আজ অনেক উতলা
আবেগে মাতলা, ব্যাকুল
আর নয় ভুল!
আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে
রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে
সর্বশেষ, হৃৎপিণ্ড রগ!
বন্ধ হবে সব।


আচ্ছা! এমন তো হতে পারে!
আমি যাইনি বলে সে রাগে, অভিমানে।
কেঁদে কেঁদে হয়েছে নিরব!


আর দেরি না করি, চলে যাই তার কাছে।
আজ খুলে বলবো, না বলা যত কথা আছে।
আজ আর কোন অপেক্ষা নয়
আজ হবে নতুন সূচনায় নতুন পরিচয়।
আজ বন্ধু হব প্রেমিক!
আজ আর কল্পনায় নয়, সব হবে বাস্তবিক।


ফোন করলাম, জিজ্ঞেস করলাম,
"কেমন আছো? কোথায় আছো?"
ও পাশ থেকে বললো,
"ভালো আছি। ও কে নিয়ে ব্যস্ত আছি।"


আমি অবাক! নির্বাক! কখা শুনে তার
বুকে অনুভুতি ব্যথা! পেরেগ মারার!


অনেক দিন কেটে গেল, আমি এখন স্বাভাবিক।
আর খোঁজ করিনি তার, অপ্রাপ্তির বাস্তবিক।