পুরুষে পুরুত জাগে, মানে: কামনা বোধ!
পালেতে হাওয়া লাগে তখন নদীতেও স্রোত।
স্রোতটানে না' ভাসাইয়া কূল হারা কলংকিনি
ডুব সাঁতারুর ভাব ধরিয়া বন্ধু হব। সঙ্গীনি!


যে যাই বলে, বলুক,
অন্তরজ্বালা মিটাইবারে মন কামনা চলুক।
আমার মন, আমার এই দেহ
কামনায় পুড়ে ছাঁই! দেখেনাকো কেহ!
একি কষ্ট! যৌবন উত্তপ্ত রক্ত শরীরে সঞ্চালন!
মনের আবেগে, মনের গভীরে শুধু তার বিচরণ!


আমার শিহরিত মনে!
কল্পলোকে!
একি ছোঁয়া নীলাম্বরি? ওষ্ঠে অঙ্গুরী!
অস্থির কথা মালায় ভালোবাসা দিগম্বরী!


স্থির হয় না মন, বসে না কোন কাজে
মন মাঝে হাজার কথা, বলিতে পারে না লাজে!
তুবুও নিজেরে শুধাই অহেতুক জেনেও তাই।
কল্পলোকে, বনমালীর মালঞ্চে দোল দোলাই!