বৃক্ষ দেখেছো,
দেখেছো কি তার সালোকসংশ্লেষণ এবং প্রস্বেদন?
অথচ বুক ভরে নিচ্ছি সেই সবুজের অক্সিজেন।
আজ সেই বৃক্ষ উজাড়
অট্টালিকার মহাস্রোতে একাকার ।
বানাচ্ছি স্বপ্নের মহল
ফলাচ্ছি প্রজন্মের ফসল।
জীবনচক্রে যার এত বড় অবদান
আজও পারিনি করতে সেই সবুজের সংবিধান।
পরিবেশ বিপর্যয়ের মুখে অবলীলায়
আধুনিকতার নামে ধ্বংসলীলায়।
ঋতু পরিবর্তন হচ্ছে, বাড়ছে দুর্ভোগ
তবুও বুঝিনা কেন এ ধরণির ক্ষোভ?
সবুজ বাঁচলে, বাঁচবে এই ধরণি
মানুষ বাঁচবে, বাঁচবে সকলি।