সখি আমার সখ কি তুমি জানো?
সখ্যতার ছলে যদি একটু কাছে টানো!
ভুলে সব কষ্ট স্মৃতি
শিখাবো তোমায় শ্যাম পিরিতি!
জোসনা রাতের নিবিড় ছোঁয়ায়
আভা আলোর মিশ্র মায়ায়।
ফুলের মালা পরায়ে গলায়,
মন মন্দিরে রাখবো তোমায়।
যখন তুমি থাকো কাছে
হৃদয় আমার ময়ূরী নাচে!
জীবনের সব ছন্দ আনন্দ
আমার তরে তোমার জন্য।


কিছুই বোঝ না যে তুমি
শুধু ঔষুধ অজুহাতে।
সকালে, দুপুরে ও রাতে!
কত যে তোমায় বোঝাতে হয়,
এই ঔষুধ যে কিছু নয়।
আমার ঔষুধ শুধু তোমাতেই হয়।
আমার ঔষুধ তুমি, শুধু যে তুমি,
কেবলই তুমি, শতবারে তুমি, সত্যিকারে তুমি।
তুমি বলে বলে আমি যাবো যে ঘুমি,
যদি আসো তুমি শেষ নীশিথে।
শুভ রাত্রি!