আজ আমরা সবাই অমল
বন্ধ আছি খাঁচায়,
প্রহর গোনা কাজটি মোদের
দ্বন্দ্ব মরা-বাঁচায়৷
দইওয়ালা কি আসবে আবার?
ডাকবে ধীরে ধীরে?
প্রতীক্ষাতে মন পড়ে রয়
সুদূর নদীর তীরে৷
অশ্রু নদীর সুদূর পাড়ে
আছে যারা বসে,
গুঁড়ো বালি লাগছে চোখে
মনটা নিরুদ্দেশে৷
চৈত্রের শেষে বৈশাখ এল
জ্যৈষ্ঠও বুঝি আসবে,
আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে আবার
বৃষ্টি সুখে ভাসবে৷
হাসবে আবার নদী পাহাড়
ধানসিঁড়িটির তীর,
বাসবে ভালো আগের মতো
বাঁধবে সুখের নীড়৷