আজও বসে আছি ঘরের কোণে,
অবসাদ ঢেকেছে সমস্ত মুখ৷
দীর্ঘ থেকে দীর্ঘতর পথ,
কান্নায় ঢাকি আমার এই অসুখ৷


আজও আমি ভাঙতে থাকি রোজ,
ক্ষয় হয় জীবন চোরা স্রোতে,
আমার মতো কষ্ট কেই-বা সয়,
বাঁচতে চাওয়া যেন কোনো মতে৷


আজও আমার পাঁজরগুলো কেউ
চেপে ধরে ভীষণ  কড়াভাবে,
সময় দিলে আসবে আবার ফিরে,
আঁচড় দেবে, খুবলোবে কামড়াবে৷


আজও আমি গভীরভাবে একা,
নিঃসঙ্গ, নির্দ্বিধায় থাকি৷
অনুষঙ্গ আমার বিলাসিতা,
একা থাকার মন্ত্র শিখে রাখি৷


আজও আমি প্রবলভাবে স্থীর,
স্থৈর্য আর ধৈর্যে বাঁধা কপাট,
এমনি করেই বহমানতার কোপে
মানিয়ে নিয়ে চলে আমার ললাট৷


আজও আমি সত্যি অহংকারী,
পরোয়া আমার ধাতে সয় না মোটে,
গুঁমোর ভাঙার চেষ্টা করার ছলে
আমার নামে অনেক কিছুই রটে৷


আজও আমি ক্লান্ত ভীষণ,
তাই প্রত্যুত্তরের হিসেব কষা বারণ৷
সময় যদি আসে আবার ফিরে,
খুঁজে দেখো এই নিঃশব্দতার কারণ৷