দূরে থাকাই ভালো.
যেমন থাকে নক্ষত্রপুঞ্জ
সবার থেকে শত আলোকবর্ষ দূরে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
যেমন থাকে সূর্যমুখী
সূর্যের থেকে কয়েক লক্ষ মাইল দূরে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
যেমন থাকে দুই গোলার্ধ
নিরক্ষরেখার প্রবল শাসন মেনে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
যেমন থাকে নীলাকাশ
স্বর্গ ও নরকের চূড়ান্ত ব্যবধান মেনে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
যেমন থাকি আমি
আমার আবেগগুলোর রক্তচক্ষুর নিষেধে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
যেমন থাকো তুমি
তোমার ভাঙা মনের অবসাদে,
ঠিক তেমনি
দূরে থাকাই ভালো.
আসলে, দূরে থাকাই ভালো....


                ------------- শ্রাবন্তী গোস্বামী