ছোটোবেলায় ভাবতাম আমি কবে বড়ো হবো
নিষেধ বেড়ার গণ্ডি ভেঙে স্বাধীন পথে যাবো
অবাধ হবে আমার কাছে সকল ইচ্ছেগুলো
ইচ্ছে রথে এগিয়ে যাবো উড়িয়ে পথের ধুলো
সাধগুলো সব অনায়াসেই আনবো আমার বাগে
মনের কপাট খুলবো তখন বাতাস যাতে লাগে


ভাবতে ভাবতে হঠাৎ দেখি সাতাশ বছর পাড়
বড়ো হওয়ার ইচ্ছে গুলো এখন ভাবাই সার
স্বাধীন ছিলাম ছোটোবেলাই এখন শুধুই ভাবি
সহজ ছিল জীবন অনেক, খোলা ছিল চাবি
বড়ো হবার সংজ্ঞাটা এখন অনেক ভিন্ন
শান্তি খোঁজার অছিলাতে অনেক বাঁধন ছিন্ন


এখন খুঁজি সেই সব বাঁধন, সেই সব কাছের মানুষ
আটকে যারা রাখতো টেনে, উড়তো খুশির ফানুস
এখন জীবন বড্ডো জটিল,  বড্ডো কুটিল সবাই
হিসেব করে চলতে হবেই নইলে হবে জবাই
তোষণ তোমার মন্ত্র হলে, হবে শোষণ  মুক্ত
কেউ বা দেখি নরমের যম, শক্তরই খুব ভক্ত


যারা আছে মনের কাছে প্রাণের সাথে যুক্ত
আমার মন্দ-ভালো সবের সঙ্গে থাকে যে সম্পৃক্ত
শুভেচ্ছা আর আশীষধারা অহরহ ঝরে
বন্ধু সুজন আত্মীয়দের মাঝে বরণ করে
তাদের পায়ে নমি মাথা প্রাণের পরশ দিয়ে
তোমাদের ভালোবাসা থাকুক সদা জিইয়ে৷