আজকের উৎসব
--------------------------
আজ লেগেছে নেশার চমক,
শহর জুড়ে জাঁকজমক;
কারো হাতে রঙিন গেলাস,
ভাসছে তাতে স্বচ্ছ  কেলাস;
ঢালছে গলায় অবিরত,
মিটিয়ে দিতে মনের ক্ষত৷
আসমানী সাজ জড়ির ফিতে,
জয় করছে আসছে যেতে৷
কেউ বা আবার বেপরোয়া,
জীবন নিয়ে খেলছে জুয়া;
রাতবিরেতে দাপট দ্যাখায়,
কেউ বা দেখি পড়ছে কাদায়৷
হাসির রোলে তুফান ওঠে,
খুশির চাকা দ্রুত ছোটে;
কার কি এমন হল ক্ষতি হল...
আরেক যীশু চিরনিদ্রা নিলো  ,
খামতি তাতে হচ্ছে কি আর..
তুচ্ছ জীবন সস্তা বাজার৷
সস্তা বলেই চলছে গাড়ি,
চলছে এমন জমিদারি;
এমন করেই কালের স্রোতে,
গ্রীষ্ম বর্ষা শরৎ শীতে
উৎসবের এই কণা কণা,
আস্বাদনে নেই সীমানা৷
                           --------শ্রাবন্তী গোস্বামী