আমার রাত্তির
---------------------
রাত্তিরেতে একলা আমি দিব্য জেগে রই
স্বপ্ন ভাসে চোখের পাতায়, সত্যি হল কই...
ঘুমের বোঝা বইতে গিয়ে আঁধার হল মন
না পাওয়াকেই পাওয়া ভেবে করি তা গোপন৷


চোখ ঢেকে যায় অন্ধকারে,রাত্রি নামে মনে
চাঁদের আলো নিগূঢ় ভাবে আমার কথা শোনে৷
চাঁদের আভায় ধোয়া আঁখি, ইচ্ছে করে ঢেকে রাখি
শরীর জুড়ে উড়ছে শুধু দূরআকাশের অলস পাখি৷


আমার রাত্রি বড্ড একা, সঙ্গী বিহীন প্রাণ
আমার সাথেই আলাপ করে ভুলে অভিমান৷
জ্যোৎস্না যখন হচ্ছে গাঢ়, স্তব্ধ তখন আকাশ
রাত্রিটা সেই একলা হলেও, আমার কাছেই প্রকাশ৷


আমার রাত্রি আমার মতোই, লক্ষ্যে  আছে স্থির
শতেক ব্যাথায় একলা রবে বাঁধবেনাকো নীড়৷
রাত্তিরেতেই কাব্যি আসে, বিষাদ আসে ঘিরে
রাত্রি আমায় একলা রাখে হাজার লোকের ভিড়ে৷


ঋণের  বোঝা বাড়ছে জানি, রাতও নাছোড় এত-
পণ করেছে ঘুচিয়ে দেবেই আমার মনের ক্ষত৷
রাত্রিকে তাই চাইছি পাশে, সই পাতাবো বলে
থাকলো নাহয় আমার ছায়ায় দুঃখ ভোলার ছলে৷


রাত্রিটা যে আমার কাছে প্রাণের-মনের দোসর
দিনের শেষে কাটে আমার একলা অবসর৷
রাত্রিটাকে সঙ্গী করেই কাটবে আমার জীবন
দিনের লোভে অতল ছোঁয়ার নেই আর প্রয়োজন৷


                            ----------শ্রাবন্তী গোস্বামী