ভালো আছি দূরে গিয়ে
-------------------------------
ভালোই আছি দূরে গিয়ে
গভীর রাতের ডাক সরিয়ে
মন খারাপের বাঁক পেরিয়ে
সুদূর সীমানায়৷


নেই যে সেথায় শিকল-খাঁচা
নিজের সাথেই মরা-বাঁচা
তাই গড়তে হল এমন ধাঁচা
মনের আঙিনায়৷


ভুলে যেতে গেছি ভুলে
দুঃখ ফলে সেই লাঙলে
চষছি মাটি অশ্রু জলে
অদূর কল্পনায়৷


শিথিল হবে টানের সুতো
থাকবে পড়ে জামা-জুতো
শুকিয়ে যাবে সে সব ক্ষত
পুড়ে অগ্নিশিখায়৷


                  -------শ্রাবন্তী গোস্বামী