কসমিক থেকে কসমেটিক্স  
................................
বাহারি সব সাজের মাঝে যেন চেনা মানুষটা হারিয়ে  যায়৷
বাইরের স্নো পাউডার লিপস্টিকের মাঝে একান্ত চেনা কাছের মানুষটা যেন এক নতুন মানুষ  হয়ে ধরা দেয়৷
অনেক দ্বিধা দন্দ্ব আর এক রাশ অস্বস্তি নিয়ে শুধু চেনা সাজার অভিনয় করে যেতে হয় ক্রমাগত৷
ওসব ভালো লাগে না৷
সবাই হয়তো বলবে "এ আবার কেমন মানুষ, এই সেল্ফির যুগে বড্ডো বেমানান"৷
হ্যাঁ, আমি সত্যি হয়তো এই যুগের অনুপযোগী৷
তাতে কোনো ক্ষেদ নেই৷
আমার ভালো লাগে সেই মানুষটাকে,
যে লম্বা বেণি ঝুলিয়ে, আলু-থালু ভাবে ছুটে যায় তার কর্ম স্থলে,
কারণে-অকারণে একগাল হেঁসে সবার মন ভালো করে দেয়,
অবলীলায় প্রকাশ করে সুখ-দুঃখের খবর,
ভালোবাসায় মাতিয়ে রাখে সবাইকে,
যার সহজ মনোভাব সবাইকে আকর্ষন করার ক্ষমতা রাখে,
সেই তো প্রকৃত সুন্দর৷
জমকালো পোষাক আর নামি-দামী কসমেটিক্স কি পারে এই সৌন্দর্যায়নের সংজ্ঞা কে বদলে দিতে?
না, পারে না৷
তাই " আমি তারেই খুঁজে বেড়াই যে রয় আমার মনে"৷
                         .............. শ্রাবন্তী গোস্বামী