এক ফালি চাঁদ
---------------------


আল্গা স্রোতে ভেসে যেতে
চাইছে আকাশ, চাইছি আমি
আমার দেখা এক ফালি চাঁদ
তোমার থেকেও ভীষণ দামী৷


ঘাসে লাগা শিশিরকণা লাগছে
আমার শরীর মনে,
রোষের আঁচে ঝলসে যাওয়া হৃদয়টা
কান পেতে কার গল্প শোনে?


রাত্রি নামে নিয়ম মেনে
ওই এক ফালি চাঁদ সাক্ষী করে
রাত্রি নামে মনের মাঝেও
শুষ্ক মরু বৃষ্টি কাড়ে৷


শান্তভাবে সিক্ত হয়ে
সিঞ্চিত প্রাণ তাকেই খোঁজে,
ধাঁধার মাঝে ঘুলিয়ে যেত
কে যে ভালো আর কেই বা বাজে৷


                            ------ শ্রাবন্তী গোস্বামী