এখনতো ভাই নেটদুনিয়া,জালের সুতোয় জীবন চলে,
ঠোঁট দুটোকে চেপে রেখে আঙুলগুলো কথা বলে৷

জালের মতি কুটিল অতি,সহজ হিসাব জটিল করে,
যুগের তালে তাল মিলিয়ে পাল্লা দিয়ে ছুটছে জোরে৷


আমরা তো ভাই হদ্দবোকা, চালাক সাজার ফন্দি আঁটি,
ভুলের পথে পা বাড়িয়ে শেষ বেলাতে কান্নাকাটি৷


স্রোতের টানে গা ভাসিয়ে ডুবছে যারা অন্ধকারে,
চলতি সময় টানছে পিছে  অন্ধ মনের বন্ধ ঘরে৷


যন্ত্রমানুষ ফানুস হয়ে দেখছে আকাশ ল্যাপটপেতে,
আকাশ তবু দিচ্ছে উঁকি খিড়কি দিয়ে কাশ বনেতে৷


আকাশটা তো আছে সেথাই, পুব দিকেতেই সূর্য ওঠে,
গোধূলিতে আজও তারা হাঁক উঠিয়ে ঘরে ছোটে৷


মানুষ জানি বুদ্ধি দিয়ে নানা রকম যন্ত্র গড়ে,
যন্তরেরা সুযোগ বুঝে আমাদেরই যন্ত্র করে৷


টেকদুনিয়ায় টেক্কা দিয়ে আমরা এখন উন্নত প্রায়,
ম্যানুয়ালি কাজটা এখন বড্ডো বেশি খারাপ দেখায়৷


জীবন এখন যন্ত্র হলেও হৃদয় বাঁচুক সুপ্ত আশায়
আগামী দিন ডাক পাঠাবে সবুজ মনের ভালোবাসায়৷