কাব্যি আমার আসেনা৷
আমি হলাম এক গল্পকার৷
পথেঘাটে ঘুরিফিরি
যা কিছু সব ঝোলায় পুরি
সময়, স্মৃতি, কান্না-হাসি
আর যা আছে রাশি রাশি
সেসব দিয়ে মালা গাঁথি নিপুনভাবে৷
কাব্যি যে নেই মোর স্বভাবে৷
পংক্তিগুলো পন্থা রোধের শরিক হয়ে
অন্তমিলে এসে দাঁড়ায়;
গহীন পথে গা ভাসিয়ে শহীদ হওয়ার আকুলতায়৷
ও সবেতে মন মজে না৷
কাব্যি যে মোর আর সাজে না৷