কলঙ্ক মেখেছি দুই হাতে,
আজ তার কালি লেগেছে শহরের রাজপথে৷
স্বপ্নেরা বেনামী আজ,
ভুলেছে মন, নিভেছে তাই জমকালো আলোর সাজ৷
রোশনাইও আজ ডুবে আছে তার চাপা অভিমানে৷
ক্ষত-বিক্ষত শরীরের মাঝে,
আত্মার ক্রন্দনরোল আজও বাজে,
পিশাচেরা শান্তির বাণী শোনায়,
মুক্ত পৃথিবীর কোনায় কোনায়,
কলঙ্করেখা পেড়িয়ে চলেছি সংগোপনে৷