মন খারাপের বৃষ্টি  
----------------


বৃষ্টি নামে অঝোর ধারায়
মেঘলা মনে দুঃখ জাগে
স্মৃতির পাতা আজও ভরাট
তোমার প্রেমের অনুরাগে৷


আদরগুলো দূরে দাঁড়ায়
বাঁধা ভীষণ, কষ্ট লাগে
ভাঙতে গিয়ে নিজের ললাট
হিসেব কষি যোগ-বিয়োগে৷


আলগা হাতে, আলতো ছোঁয়ায়
তোমার হাতের রাঙা ফাগে
হঠাৎ খোলে মেঘের মলাট
মন ভিজে যায় সেই সোহাগে৷


বিকেল শেষে আঁধার ঘনায়
আকাশ ঢাকে কালো দাগে
তোমার মনেও মেঘের জমাট
জ্বলছে সলতে মন চিরাগে৷


                 -------- শ্রাবন্তী গোস্বামী