আজ মনগুলো সব ডুবে আছে নিকষ কালো অন্ধকারে৷
জমছে ধুলো, জমছে কাদা,
বুঝছি আমি গোলকধাঁধা৷
গুনছি সময়,আগল দেবার সময় হল আমার মনের সিংহদ্বারে৷
ভাবনাগুলো সরিয়ে রাখা নয় তো সোজা৷
রঙিন সময়, অবুঝ স্মৃতি,
সতেজ  আদর, অঢেল প্রীতি
যাচ্ছে পড়ে গড়াগড়ি, সহজ হবে সে সব খোঁজা?
প্রশ্নগুলো দিলাম ছুঁড়ে দূর আকাশের সেই শিবিরে৷
স্বল্প কথায়, অল্প ভাবে৷
অলীক চাওয়া পূরণ হবে
যেখানে রোদ দিচ্ছে উঁকি বদ্ধ শিকল ছিন্ন করে৷
আমার সবই বিরামবিহীন,শুধুই দেখি প্রাণের বেগে এগিয়ে চলে৷
যেমন চলে সময় নদী,
স্বপ্ন বলে বন্ধু হবি?
ঠিক তেমনভাবেই ইচ্ছে নদী যাচ্ছে বয়ে সমুদ্রেরই গহীনতলে৷