মৃত্যু বোধ
-------------
সুখের ক্যানভাসে আজ শুধুই মৃত্যুর প্রতিচ্ছবি৷
রঙ নেই, রূপ নেই, শুধু একটা সাদাকালো আবছায়ায় ঢেকে যাচ্ছে সমগ্র শরীরটা৷
অগুন্তি আত্মা টেনে নিচ্ছে তার অন্তর-আত্মাটাকে৷  
আর শুধু পড়ে আছে বাইরের ওই খোলসটা পুড়ে যাওয়ার অপেক্ষায়৷
কি ভয়ানক সেই দৃশ্য৷
মৃত্যু পরবর্তী মুহূর্তটাকে দু'হাত বাড়িয়ে আলিঙ্গন করার অভিজ্ঞতা যমদূতের মতো সামনে এসে দাঁড়াল৷  
এবার সময় হলো তার নিস্তেজ দেহটাকে নিষ্ঠুর ভাবে অগ্নিকুণ্ডের দিকে ছুঁড়ে ফেলার৷
শতমুখে হরিধ্বনি, পোড়া পাটকাঠি আর ধুপের গন্ধ মনে করিয়ে দিচ্ছে তার পরিচয়, এখন সে শুধুই একটা দেহ৷
তার ভবলীলা সাঙ্গ, ছিন্ন হয়েছে তার সংসার ফাঁস৷
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হয়েছে শেষ৷
এই ভাবেই সব কিছু শেষ হয়৷
সেটাই ভবের নিয়ম৷
মাঝের কটা দিনের ঝক্কি  কী না পোহালেই নয়...
                                
                            ----------শ্রাবন্তী গোস্বামী