মুক্তির প্রত্যাশা
---------------------
আকাশটাকে আজ যেন ছোট্ট মনে হয়,
পাখি যেন আর মেলতে চায় না তার  ডানা;
আকাশটা হয়ছে আজ ক্ষুদ্র অতিশয়,
বোধহয় হারিয়েছে সে তার বাঁচার ঠিকানা৷
আকাশটাকে সত্যিই যেন আজ বন্দী মনে হয়,
গারদের আড়ালে আটকা পড়েছে বহুকাল আগে৷
আকাশটাকে কেড়ে নিলে আর কি প্রাণে সয়...
সহনশীলতা সঙ্গী হয়ে চলেছে রবির অস্তরাগে৷
আকাশটাকে আজ বাঁচিয়ে রাখাই দায়,
লুটতরাজের কবলে পড়েছে আসমান-জমিন সব,
প্রহরীরা নীরব, প্রহসনের আস্তানায় শুধুই শুয়ে রয়;
তাই আজ শুধু আস্ফালনেই তীব্র করি ক্ষোভ৷
                         -----------শ্রাবন্তী গোস্বামী