সেই সব দিন আর তুই  
...........................
এই যে আমার ব্যস্ত মেয়ে,
মনে পড়ে সেই সব দিনের কথা?
হঠাৎ করে পাগলামি আর মনে জমা ব্যাকুলতা?
ডিপার্টমেন্টে ক্লাসের ফাঁকে সুখ-দুঃখের আলাপনে
কেমন করে কাটলো সময় জীবনস্রোতের প্রবল বানে..
দুঃখ হলে বুঝে যেতিস, নিয়ে যেতিস ক্যান্টিনে,
ধমক দিয়ে বুঝিয়ে দিতিস কেমন করে হৃদয় কেনে৷
অ্যাসাইনমেন্ট-ডিসার্টেশন,রাত জেগে সব রেডি করা,
টেনশনে সব ঘুলিয়ে যেত লাইব্রেরী আর ক্লাসের পড়া৷
সেমেস্টারের আগে থেকেই সিলেবাসে উঁকি-ঝুঁকি
তখন শুধু  মনে হতো এসব যেন ভীষণ মেকি৷
ক্লাসের শেষে ছুটির সময় আলু গাপ্পা বাদাম মাখা
তোর থেকে সহজ হয়ে পথ চলার এই মন্ত্র শেখা৷
পাণ্ডুলিপির প্রতি পাতায় লেখা আছে সেই সব কথা
সিন্দুকেতে রাখবো পুড়ে আমার যত অভিজ্ঞতা৷
ভাগ্যের কাছে ঋণী আমি তোর মতো এক বন্ধু পেয়ে৷
      ........................... শ্রাবন্তী গোস্বামী