জ্ঞানের প্রদীপ কে জ্বালাবে কে আছো ঋত্বিক?
বিবস্বানের মাঝে পড়েও যাঁরা জ্বলছে সর্বাধিক;
তাদের তুলে ধরতে হবে ধৌত করে মন,
শিক্ষালোকে দীপ্ত হয়ে চলতে আজীবন৷
শিক্ষাসোপান তৈরি করো, সাজাও জ্ঞানের মাণিক,
অজ্ঞানতার আঁধার কেটে শিক্ষা আসুক খানিক৷


পুঁথির মাঝে শিক্ষা যারা বদ্ধ করে রাখে,
জানলা দরজা বন্ধ করে আলো-বাতাস রোখে,
খুলতে হবে কপাট তাদের প্রবল শিক্ষাঝড়ে;
অশিক্ষার নিশ্বাসেতেই জ্ঞানের বাণী মরে৷
সেসব তাদের বুঝতে হবে মানতে হবে, তাই
অভাগা দেশ গড়তে হলে জ্ঞানের আলো চাই৷


আছে যাদের শিক্ষাভাঁড়ার পসরা সাজায় রোজ,
দলে দলে শিক্ষানবিশ জোগায় তাদের ভোজ,
এইটুকুই স্বার্থ যদি সম্বল হয়ে থাকে;
একাধারে ছাত্রসমাজ বিশ্বাস করবে কাকে?
আছেন যাঁরা ছাতার মতো মাথার পরে ওই,
জীবনবোধের পৃষ্ঠাজুড়ে লিখতে থাকেন বই৷


পরম স্নেহে কঠোর হাতে ছাত্র তাঁরা গড়েন,
জীবনপথের পথিকদের সব রাস্তা সহজ করেন৷
প্রণাম জানাই তাঁদের পায়ে নত করে শীষ,
অবিরত ঝরতে থাকুক তাঁদের শুভাশিস৷৷