স্মৃতি
------
মনের কোনের কিছু স্মৃতি উঁকি মারে অন্তরালে৷
সহজ মনে রিক্ত হাতে বসছি যখন আসন পেতে,
বলছে কারা "ভাবনা থামাও, বেঁধে ফেলো বেড়াজালে৷
যাচ্ছো কেন এমন করে সস্তা স্মৃতির সঙ্গী হতে?
ভুলের সংখ্যা অনেক বেশি, সাধ্য হবে হিসেব করার?
সইতে কি পারবে তুমি ওদের করা সব অভিযোগ?
পারবে না গো খুজতে চাবি পড়ে থাকা লোহার খাঁচার৷
ভাবছো বুঝি পাবে তুমি দুঃখ ভোলার এমন সুযোগ৷"
আজও তারা মনের কোণে নীরব হয়ে সলতে জ্বালায়;
ফিনকি দিয়ে আবেগগুলো শরীর থেকে ঝরতে থাকে,
মুষলধারে কান্না আসে পড়ন্ত এই বিকেলবেলায়;
আমি শুধু যাই ভেসে কোন অচেনা এক বাঁশির ডাকে৷
       ------------শ্রাবন্তী গোস্বামী