সঙ্গী বিহীন


তোমার পথের কাছে  লুকিয়ে থাকা ছোট্ট কুঁড়ির দল
আমার হৃদয় মাঝে জাগিয়েছিল হাঁসির অনুরোল৷
মনের আকাশ ব্যপ্ত যখন মনটা অনুগত
জীবন মাঝে উঠল জ্বলে খুশির তথাগত৷
বাঁধল তারে খুশির ডোরে আলগা করে মন
মনের মাঝে অচিন পাখি ডাকছে সারাক্ষণ৷
মানছে না মন, ঘুঁচিয়ে বাঁধন যাচ্ছে তারই দ্বারে
আগলটা যে দিচ্ছে বাঁধা  যাব কেমন করে?
মন নেই যে মনের ঘরে, হয়ছে সে এক ভবঘুরে,
ভাবতে গেলে বুকটা ডরে, যাচ্ছে কেমন ভেঙেচুড়ে৷
মাঝে আসে অনেক দ্বিধা, থমকে যায় মনের কথা,
কাটাতে চাই নানাভাবে, ঘিরে ধরে বিষন্নতা৷
ভুলতে চাই সেসব স্মৃতি,
নেই তাতে যে কোনো ক্ষতি,
কাটবে জানি একলা রাতি
শুধুই অনর্গল৷
                                  শ্রাবন্তী গোস্বামী