শুভেচ্ছা সংকলন
----------------  
(১)
জীবনের প্রতিটি ক্ষনে সুখে থাকিস প্রিয়৷
জীবনের এই শুভ দিনে এই কামনা জানানোই শ্রেয়৷
বন্ধুত্ব অটুক থাকুক,এই হোক অঙ্গীকার,
ঝড়-ঝঞ্ঝা যতই আসুক হবো মোরা দুর্নিবার৷
তাল নেই ছন্দ নেই তবুও আমি কবি,
দেবো কি আর,আমার ভালোবাসার এটাই প্রতিচ্ছবি৷
(২)
সহজ ছিলিস সহজ আছিস সহজ মনেই থাকিস,
সরল মনের রং তুলিতে স্বপ্ন গুলো আঁকিস;
জটিল দেশের জটিল সময় জটিল সবার মন,
সবাই জটিলভাবে বুনছে সুতো, মরছে আজীবন৷
গোলকধাঁধার অন্ধগলি না পারে যেন ছুঁতে,
জয়যাত্রার বিজয় রথে যেন উঠতে পারিস জিতে৷
স্বপ্ন গুলো সত্যি করিস,আবেগ দিয়ে হৃদয় ভরিস,
আরশীনগর পড়শি করে বদ্ধ খাঁচা মুক্ত করিস৷
(৩)
কিই বা দেব এই শুভক্ষণে..
ভাবছি সদাই আপন মনে,
সুধাই যখন জনে জনে-
তখন একটি কথা বাজল মনে;
শতবছর ধরে এমন দিনে
খুশি থাকুক তোর জীবনে৷
(৪)
কোনো এক এমনদিনে তুই মায়ের কোলে এসেছিলিস,
শ্রাবনঘন বাদল দিনে হাসির সোপান দুলিয়েছিলিস;
আধো-আধো মুখের বুলি পেলো যখন মুখরতা,
বাক্যবানে ভাষারনদী হলো তখন খরস্রোতা৷
আজ যেন জীবনসূর্য মধ্যগগনের উজ্জ্বলতম প্রতিভূ,
তোর হৃদয়খনি নিংড়ে দিয়েও বাঁচিয়ে রাখিস অনুভূ৷  
জন্মদিন শুভ হোক,কর্মময় হোক,এই আমার অভিপ্রায়৷
তোর জীবনের চলার পথে যেন ঈশ্বর হন সর্বদা সহায় ৷
(৫)
অরুণ তেজে দীপ্ত আবার চন্দ্রালোকে স্নিগ্ধ,
জন্মদিনের শুভক্ষনে প্রণমি তোমায় হে বিদগ্ধ....
এই দিনটা ফিরে আসুক বারেবারে
বহু আনন্দের ঝুলি ভর্তি করে;
মনে থাকে এই কামনা চিরদিন অব্যর্থ,
আর তো কিছু দেবার নেই, এই টুকুই সামর্থ৷
(৬)
হেঁসে খেলে চারটি বছর করলে তুমি পার,
ছোট্ট হলেও কারো কাছে নেই কোনো আবদার৷
দুস্টু হলেও মিষ্টি ভারী, আদর ঢালী কাঁড়ি কাঁড়ি;
বড় হলে কদিন পরে ইচ্ছেনদী দেবেই পারি৷


(৭)
আবার এসেছে জন্মদিন এক বছর পরে
খুশির বর্ষা হোক হৃদমাঝার জুড়ে
কলম দিয়ে সৃষ্টিসুখ ঝড়ুক অবিরত
নিপাত যাক দুঃখ-জ্বালা মনে আছে যত


(৮)
বয়স খানিক বাড়ছে জানি সময়নদীর স্রোতে,
তবু, পাল তুলে দাও সেই উজানে কর্মযজ্ঞ ব্রোতে৷
বছর বছর এমন দিনে শপথ করো তাই,
বাঁচতে হলে বাঁচবে এমন, যেন আশার হদিস পাই৷
স্বপ্ন দেখা অনেক বাকি বুনতে হবে রোজ,
সাজিয়ে নেওয়ার ইচ্ছে দিয়েই সবই জেনো হয় সহজ৷
জন্মদিনের এই শুভক্ষণে বলছি আমি শোনো,
চিরসবুজ হয়ে থেকো,আমায় ভুলো না কখনো৷
দিনটি আসুক প্রতি বছর নতুন আলো নিয়ে,
শুভেচ্ছা তাই দিলাম ভরে, নিও হৃদয় দিয়ে৷৷


                               ---- শ্রাবন্তী গোস্বামী