১২ ই রবিউল আওয়াল
            এম.এইচ.শ্রাবন
            ______________
মরুর বুকে নামিলেন-
এক রহমতের ঝর্ণাধারা,
পুলকিত হইল এ জীর্ণ ধরা।
গাছে ফুল-ফল,নদী ভরা জল
ধন্য জগৎ,ধন্য আমেনা মায়ের কােল।
শাশ্বত কল্যানের বার্তা নিয়ে
এলেন নবী এ জাহানে।
সিলওয়া উপসাগর শুষ্ক হইলো
প্রিয় নবীর আগমনে।
মা আমেনার গর্ভে
এলেন নবী এ ধরায়।
আলোকিত করছে সবই
এক পূন্যময় আলোয়।
সেদিন হইয়া পেরেশান
শয়তান ঘুরে জিবরিলের দারে দার,
নিয়ে কতক সাওয়াল
আজ ১২ই রবিউল আওয়াল।
বিশ্বের সকল মূর্তি
মাটির দিকে নত হয়ে পড়ে।
সেদিন ভোরে যখন
আমার নবীজি জন্মগ্রহন করে।
পানির প্রবাহ সৃষ্টি হয়
সামাভ অঞ্চলে।
আগুন নিভে যায়
ফার্সের উপসনালয়ে।