আমিত্ব কে করিলে লালন
পশুত্ব বাঁধে গ্যাঁট,
মানবতা করে  পলায়ন।
আমিত্ব কে দিলে আশ্রয়
ইঁদুরের ঘরে যেন সাপের পশ্রয়।
ভেড়ার পালে নেকড়ের বাস
আমিত্ব আনে সর্বনাশ।
আমিত্বের মহা বিস্ময়
চেঙ্গিস খান ছিলেন কত নির্দয়।
আজো ভুলেনি এ ধরিত্রী
হিটলার,ইদি আমিনের
শেষ পরিনতি।
যত বাড়িবে আমিত্বের প্রবনতা
মাথাচড়া দিবে  পাশবিকতা।
হারাবে মমত্ববোধ
বাড়িবে দাসত্ববোধ।
আমিত্বের হউক পরাজয়
মানবতার হউক বিশ্বজয়।