হাওয়ায় হাওয়ায় পাল উড়েছে
তরী চলেছে ধীরে।
হাওয়ার জোরে তরী চলেছে
মিলন জলের তরে।
বিরহ ব্যথা বুকে ধারন করে
হাওয়া শুধু উড়ে।
নানান রঙের ফুল ফুটেছে
বাগান বিলাস করে।
সবার তরে সুবাস বিলিয়ে
নিজে শুকিয়ে মরে।
হাজার কবিতা গান হয়েছে
দোলা দিয়েছে প্রাণে।
কত গায়ক খ্যাতি পেয়েছে
কবিরা অন্তরালে।।