হিমাদ্রির শিরে মেঘ চুমিছে
চরনে তাহার অথৈ জল।
তোমার রূপের পূজারী যারা
তারাই জ্বালাতে পারে অনল।
নীল নয়না তুমি যে অনুপমা
তোমার রূপের নেই তুলনা।
তোমার জন্য এনে দেবে চাঁদ
করবে মন ভুলানো ছলনা।
নিকষ আঁধারে গড়বে বাসর
চাঁদ থেকে এনে দিবে জোছনা।
তোমার অনিন্দ্য সুন্দরে পাগল
কিন্তু হৃদয় ছুঁয়ে কেউ দেখবে না।