রাজ্যের নীরবতা ভেঙে
নিয়ে এলে সুখের বারতা
তুমি অপরাজিতা।


বিরহ ভুজঙ্গের দংশনে
নীলাভ মোর হৃৎপিণ্ড।
তুমি এসে চুষে নিলে বিষ
তাই তো তুমি নীলকণ্ঠ।


নিগূঢ় তিমির অতল গহ্বরে
ডুবেছিল যে রাজ্য।
তুমি আলো জ্বালালে সবিতা
তুমি অপরাজিতা।


শত ব্যর্থতা বিষন্নতার গ্লানি
সব হলো দূর দিনমণি।
জয়ের উল্লাস আজ জয়িতা
তুমি অপরাজিতা।


ফুলে ফুলে  সেজেছে শহর
কালো মেঘ হলো সব দূর।
নগর জুড়ে নেই জড়তা
তুমি অপরাজিতা।।