বিজয়ের উল্লাসে নেই মোর
আত্মতৃপ্তির ফাঁকা ঢেকুর।
মূলোৎপাটন হয়নি আজো
পাকি দোসরদের শেকড়।
হানাদারদের জন্য কাঁদে যার মন
সাফাই গায়তে থাকে সর্বক্ষন,
সেই তো তাদের আসল সুজন।
ভুলে যায় কেমন করে সেদিন
করেছিল আত্মসমর্পণ।
এই সেই সোহরাওয়ার্দী উদ্যান
শিখা আজো অনির্বাণ।
যেখান থেকে বজ্রকন্ঠে উচ্চারিত
হলো মহাকাব্যিক স্বাধীনতার শ্লোগান।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
সেখানেই হলো আত্মসমর্পণের এন্তেজাম।
কত নির্লজ্জ,কত কাপুরুষোচিত
অসহায় আত্মসমর্পণের দৃশ্য,
দেখেছে সারা বিশ্ব।।