কত সম্পদে ভরপুর বিশ্ব ভাণ্ডার
নীল দরিয়া যেন সম্পদের আধার।
তবুও মানুষের অভাব অসীম
সম্পদের পরিমান সসীম।
অভাবের তাড়নায় কতক মানুষ
আহার খুঁজে  ঐ ময়লার ভাগারে।
কতক মানুষ আবার  করে চুরি
নির্জন রাতের আঁধারে।
অভাব পূরনে কত আহাজারি
আবার কেউ সাত সমুদ্র দিচ্ছে পাড়ি।
অভাবে হয় না নষ্ট স্বভাব
নষ্ট স্বভাবে আসে অভাব।
অভাবে, জড়ায় না কেউ অপরাধে
মন্দ স্বভাবে অপরাধ আসে কাধে।
এত যে মানুষ চারিদিকে সরবে
তবুও মরছে মানুষ, মানুষের অভাবে।