ক্ষীপ্র দৃষ্টির প্রাণী শকুন
মৃত প্রাণি করে ভক্ষন।
জীবিত জীবের করে উপকার
পরিবেশ রাখে পরিষ্কার।
ছড়াতে দেয় না এনথ্রাক্স
নও কোন সে ফাঁকিবাজ।
লম্বা গলার বক সাদা ধবধবে
চলে ধীরে, থাকে যেন ধ্যানে।
দেখে মনে হয় বিরাট ধার্মিক সাধু
আসলে কি তাই?
কেমন করে নীরিহ  জীবিত মৎস খায়!
তবু কখনো কেউ বলে না শকুন ধার্মিক
শুনেছি,দেখেছি বহুবার “বকধার্মিক”।