তোমার পরিচয় এক
তোমার উদ্দেশ্য আরেক।
তোমার বাহির আর ভিতর
তোমার মুখ আর অন্তর,
পার্থক্য যোজন যোজন
নিরবে দেখে আপে নিরঞ্জন।
তুমি পরিচয় লুকিয়ে চড়
কৌশলে অন্যের ক্ষতি কর।
তুমি নিজেকে ভাব হামবড়া
তুমি এক বর্ণচোরা।
তুমার মুখে মিষ্টান্ন
অন্তরে আছে বিষ,
কার্য সম্পাদন জঘন্য।
তুমি চলো নিশব্দে
অসহায় শিকারের উদ্দেশ্য।
তোমার লক্ষ্য  ফাঁদ পেতে
নিরঅপরাধ শিকার ধরা
তুমি এক বর্ণচোরা।