মানবের আহার যোগাতে
মোরা সদা ব্যস্ত।
মাঠে, ঘাটে রোদে পুড়ে
মোরা নয় কর্মক্লান্ত।
বর্ণনা করেছে বেদ শাস্ত্র
মোদের জাত নমশুদ্র।
পাদুকা সেলাইয়ে জীবন পার
নাম দিয়েছে মোদের চর্মকার।
মেথর,কামার,নরসুন্দর
সেবাই তো  করে জীবনভর।
শুকুরের পালে কাটে দিন রাত
সমাজ বলে তাদের নিচু জাত।
ঈশ্বরের কৃপায় নেই অসমতা
তবে কেন এই বর্ণ প্রথা?
মানুষ মোরা একই খোদার সৃষ্টি
তবে মানুষ মানুষে কেন নিচু দৃষ্টি।
খোদার সৃষ্টি কুল কায়েনাত
তবে কেন নিচু জাতের অপবাদ।