কত কিছু হতে চায় মন
সব চাওয়া পূরণ হয় না।
কখনো কী হতে চেয়েছো
নিজেই নিজের  আয়না।
নেতা হতে  চায় যে মন
কর্মী হতে মন চায়  না।
ধনী হতে খুব ইচ্ছে করে
শ্রম দিতে ভাল লাগে না।
ভোগী হতে দুনিয়া চাই
ত্যাগী হতে মন চাই না।
লোভের জালে বন্দী হই
উদার হতে যে পারি না।
ক্রোধের অনল জ্বালিয়ে
পুড়াই আমি অন্য জনা।
কখনো নিজে  ভাবি না
অনলে পুড়া কি যন্ত্রনা।
অন্যের দোষ প্রচার করি
নিজের ভুল চোখে পড়ে না।
ক্ষমতার নেশায় ঘুরি সদা
মাটিতে যেন  পা পড়ে না।
তাহার চেয়ে হতাম যদি
নিজেই নিজের আয়না।