ভালো লাগে পাখিদের কিচিরমিচির শব্দ
সকালের নাস্তায় চায় সেই পাখিরই গোস্ত।
নদীর ধারে পুকুর পাড়ে বানাই মনের বাড়ি
পয়সা হলে উড়াল দেয় পল্লী গ্রাম ছাড়ি।।
ছোট্ট পোশাকের বিরুদ্ধে যার তীব্র আন্দোলন
ছোট পোশাকের দেশেই আবার করে আবাসন।
মনের জিহাদ বড় জিহাদ বলে দেয় যারা ভাষন
তাদের হাতেই হয় আবার অবুঝ শিশু ধর্ষণ।
ছোট্ট পোশাক বানায় না জ্ঞানী আর বিজ্ঞানী
পোশাকের সাথে বিজ্ঞানের সম্পর্ক কত খানি?
ছোটো পোশাকের দেশেই বেশী জ্ঞানী বিজ্ঞানী
তারাই আবার মানে বেশি ধর্মের সত্য বানী।।
ধর্ম শুধু নয় রে ভাই বড় বড় গায়ের লেবাসে
সুদ,ঘুষ অধর্মের কাজ বড় পোশাকের দেশে।
ছোট পোশাকের সমর্থন আমি নাহি করি
মনের পশু দমন করা বেশী  জরুরি।।