কেমন করে ফাগুন হাওয়ায়
ধরলো আগুন   দহনে।
সবুজ ঘাসের মায়ার চাদর
মরুর বালুর তৃষায় মরে ।
সবুজ পাতার বাঁশির সুরে
বেজেছিল যে প্রণয়ের সুর।
শুকনো পাতার মর্মরে আজ
আঁধার কেটে হয় না  ভোর।