ময়না টা যে বলে কথা
নিজের নাম বলে ময়না।
আমারও যে নাম আছে
বলতে আমি পারি না।
কত কথা মনের ভিতর
মুখে বলতে পারি না।
মাকে ডাকতে ইচ্ছে করে
তবু কেন ডাকতে পারি না।
বুলবুলির ঐ কণ্ঠের ধ্বনি
জানি সবার  মধুর লাগে।
আমার কণ্ঠের আওয়াজ
কেউ বুঝতে নাহি পারে।
অনেক দুঃখ নিয়ে মনে
দুঃখের সাথে করি সন্ধি।
এ সমাজের মানুষ বলে
আমি নাকি বাক প্রতিবন্ধি।



“সহমর্মিতার সংবেদন”