একান্ন বছর আগে,
বিজয় শব্দটি আমার হলো।
সবুজের মাঝে সেদিন,
লাল সূর্যটা জেগে উঠলো।
সংগ্রাম আর ত্যাগে,
রক্তে রঞ্জিত ইতিহাস লেখা।
আজকের এই দিনে,
পেয়েছিলাম বিজয়ের দেখা।
মহান বিজয়ের উল্লাসে,
হেসেছিল বাগানের সব ফুল।
বিজয় নিশান আমার,
বৈষম্য আছে যত হবে নির্মুল।
আশায় কী ঘুরেবালি?
এক শ্রেণীর মুখে হাসি এক ফালি।
অন্য আরেক শ্রেণী,
যেন আজও এ দেশে ছিন্নমূল।
এক শ্রেণী অন্য দেশে,
গড়ছে আলিসান বেগম পাড়া।
আরেক শ্রমজীবী শ্রেণী,
দু’মুঠো আহার জোগাতে দিশেহারা।
মাউন্ট এলিজাবেতে,
কেউ হরহামেশাই ছুটে যায়।
কেউবা আবার ভীষণ পীড়ায়,
সদর হাসপাতালে বারান্দায় কাতরায়।
এ বিজয় কী তবে সবার নয়?
কারো মুখে হাসি,কারো চোখে ভয়।।