গিরগিটি,গিরগিটি
মোরগের আছে ঝুঁটি
আমি নয় পরিপাটি।
তোমার আছে রঙ্গের বাহানা
ময়ুর পড়ে গয়না
আমার দেরি সয়না।
তুমি রং বদলাও প্রয়োজনে
ওলম প্রাণি থাকে আবরনে
আমি রং বদলায় ক্ষণে ক্ষণে।
শিকারির আক্রমনে
রং বদলাও বাঁচতে প্রাণে
আমি বদলায় কি কারনে?
পুরুষ প্রাণিকে করতে আকর্ষন
রং বদলানো তোমার প্রয়োজন।
ঘটে যদি আলোর প্রতিফলন
রং বদলিয়ে কর বিচ্ছুরন।
আর মানুষ আমি রং বদলায়
ফোরালে প্রয়োজন।