আমার গোরের আজাব তুমি
ক্ষমা কর হে মহান অন্তর্যামী।
রিক্ত হস্তের মিসকিন আমি
দু’জাহানের মালিক তুমি।
সঞ্চয় আমার কি বা আছে
জীবন যেন ষোল আনাই মিছে।
গোর আজাবের কথা ভাবিলে
বুক ভেসে যায় আঁখি জলে।
মিছে দুনিয়ার সময় অল্প
ফুঁরালো বুঝি জীবনের গল্প।
পরকালের প্রথম মঞ্জিল
কবরের কথা ভাবে এ দিল।
ক্ষমা করো ও হে দয়াময়
গোর আজাব থেকে চাই আশ্রয়।