বিপ্লব,বিদ্রোহে ঝাঁকড়া চুলে বাবরি দোলনীতে
তুমি মিশে আছো বাঙালির মননে অস্তিত্বে।
মিশে আছো  বাঙালির জন সংস্কৃতিতে,
তুমি আছো যুদ্ধের ময়দানে রন সঙ্গীতে।
তুমি রচিলে প্রেম বিরহের মিষ্টি  মধুর গান
তোমার লেখা রাসুলের শানে জুড়ায় প্রাণ।
তোমার গান ছাড়া ঈদ উৎসব যেন প্রাণহীন
ঈদে আনন্দে বাজে তোমার গান সারাদিন।
তুমি গেয়েছো মেহনতি মানুষের জয়গান
লিখেছো তুমি  কুলি-মজুরের অবদান।
তোমার গান বাজে কীর্তন -ভজনের জলসায়
কৈশোর আনন্দে শুকনো পাতার নূপুর পায়।
আবৃত্তি উৎসবে বাজে “গাহি সাম্যের গান”
লিখেছো তুমি “মানুষের চেয়ে নহে কিছু মহীয়ান”,
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
হে বিদ্রোহী লও সালাম।।