এই যে মানুষ হারিয়ে হুশ
দিচ্ছে মাশুল ভুলে।
অসময়ে করে  আফসোস
প্রিয় জিনিস হারালে।
সখের জিনিস যায় হারিয়ে
হয়তো অবহেলায়।
হারানো শোকের দুঃখ স্মৃতি
নিরবে শুধু কাঁদায়।
হয়তো আবার লোভের বশে
যায় ভুলে সুজন।
আপন মানুষ ভুলে গিয়ে
পরকে করে আপন।
নেভার আগে প্রদীপের আলো
হয়তো একটু বাড়ে।
শেষ বিকলে হুশ ফিরিলে
সময় কী আসে ফিরে?